মানবতাবিরোধী মামলায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসও এ কে এম ইউসুফ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ
ডিসেম্বর ১০, ২০১৫
খুলনা, জরুরী সংবাদ, সারা দেশের খবর
74 Views
বাগেরহাট, ১০ ডিসেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের দুবলা বন কার্যালয় থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) এ কে এম ইউসুফ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইউসুফ আলমকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, তাকে প্রথমে দুবলা বন কার্যালয় থেকে নৌপথে শরণখোলা থানায় আনা হবে। পরে রাতে তাকে নিয়ে ঢাকায় রওনা দেবে পুলিশ।
২০১৫-১২-১০