
দ্য কায়রো পোস্ট পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানায়, তিন জন মুখোশধারী লোক বোমাটি ছুড়ে পালিয়ে যায়। একটি নাইটক্লাবে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানায়, হামলাকারীদের মধ্যে একজন চাকরিচ্যুত লোক ছিল। হোটেলটি ভবনের নিচ তলায় (বেসমেন্ট) হওয়ায় লোকজনের বেরিয়ে আসাটা কষ্টকর ছিল। ফলে আগুনে পুড়ে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় ১৬ জন। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও পাঁচজন। ধারণা করা হচ্ছে, এটি কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ।