ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ নভেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): মায়ানমারের শীর্ষ নেতৃবৃন্দ দেশটির বিরোধী নেত্রী অং সান সুকির সাথে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন। নির্বাচনে তার দলের যুগান্তকারী বিজয় অর্জনের পর এটি হবে এ ধরনের প্রথম আলোচনা।
কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
গত ৮ নভেম্বরের নির্বাচনে সুকির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি প্রায় ৮০ শতাংশ আসনে জেতে। কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়।
উল্লেখ্য, গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ছিল এটি।
মায়ানমারের জটিল রাজনৈতিক পদ্ধতির কারণে ক্ষমতাসীন সেনা সমর্থিত সরকার অন্তত জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। নতুন প্রেসিডেন্টকে মার্চের মধ্যে শপথ নিতে হবে।
এর আগে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য সুকি প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের কাছে জাতীয় ঐক্যের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এখনও এর জবাব পাওয়া যায়নি।
এ প্রেক্ষাপটে বুধবার প্রেসিডেন্ট থেইন শেইন ও শক্তিশালী সেনাপ্রধান জেনারেল মিন অং হালিং সুকির সাথে বসতে রাজি হয়েছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র জ হাতয় বিস্তারিত উল্লেখ না করে জানান, আগামী ২ ডিসেম্বর প্রেসিডেন্ট সুকির সাথে সাক্ষাৎ করবেন।
সেনাবাহিনীও পৃথক এক বিবৃতিতে বুধবার রাজধানী নেপিদোতে সুকির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে।
থেইন শেইন ও জেনারেল হালিং উভয়ে সুকিকে অভিনন্দন জানিয়েছেন এবং নির্বাচনী ফলাফলকে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেছেন।
