
সীমান্তের শুন্য রেখায় প্রতিনিধি দলটিকে শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি। এসময় ভারতের পশ্চিমবঙ্গ ৬ জেলার জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৬ জন এসপি উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন কুচবিহার জেলার ডিএম ড. উলাগানাখন, এসপি রাজেশ কুমার, দার্জিলিং জেলার ডিএম অনুরাগ শ্রীবাস্তব, এসপি প্রসুন বন্দোপাধ্যায়, জলপাইগুড়ি জেলার এসপি আকাশ মাঘারিয়, মালদহ জেলার ডিএম শারদ কেআর, এসপি প্রসূন বনোদাপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম বলধীর কুমার, এসপি সৈয়দ ওয়াকুয়ার, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধুরী, এসপি শীষ রাম ঝাজঝারিয়া এবং এডিএম শ্যাম সিংহ।
জেলা প্রশাসকের নেতৃত্বে দিনাজপুর পর্যটন মোটেল এ আগামীকাল রোববার তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সীমান্তে নারী-শিশু পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, সীমান্ত হাট-বাজার, বন্দি বিনিময়সহ সীমান্তের স্পর্শকাতর সমস্যাবলী নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।