ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ নভেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আলজেরিয়ায় আফ্রিকান একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ শরণার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৩ জন। স্থানীয় ইমারজেন্সি সার্ভিস এ তথ্য জানিয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৮শ কিলোমিটার দুরের অওরগলা শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই শিবিরে প্রায় ৬শ শরণার্থী পরিবার আশ্রয় নিয়েছিল।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। কর্ণেল ফারুক আচাউর জানিয়েছেন, ‘সকাল তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৩ জন।’
অগ্নিকাণ্ডের পর পরই নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।