
বিএনপি নেতা সালাহউদ্দিন ও জামায়াত নেতা মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “মার্সি পিটিশনের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় ছিল। এতে বোঝা যায় যে তারা ক্ষমা চেয়েছেন। তারা মার্সি পিটিশন না করলে মন্ত্রলায়গুলো কীভাবে আইনি প্রক্রিয়া চালাল।”
রায় কার্যকর করার ক্ষেত্রে অন্য কোনো বাধা ছিল না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি-জামায়াত ও দুই পরিবারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তার উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা।”
হানিফ বলেন, “পঁচাত্তর-পরবর্তীতে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল। তা থেকে বের হয়ে আসা হয়েছে। আগামী দিনে সব হত্যার বিচার হবে।”
সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুদীপ রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।