১১:০৪ অপরাহ্ণ - মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর , ২০১৮
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / চীনে কয়লার ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ

চীনে কয়লার ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ মার্চ ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): চীনের বেইজিং শহরের বাসিন্দারা ধুসর রঙের আকাশ দেখতেই অভ্যস্ত বহু বছর ধরে। কিন্তু ইদানিং শহরের মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ করছে নীল রঙের আকাশ। স্বভাবতই তাদের মনে বেশ আনন্দের রেশ তৈরি হয়েছে।

অনেক এলাকায় শিশুদের ঘুড়িও ওড়াতে দেখা গেলো। কিন্তু শহরের সবার মনেই খুশি তেমন নয়। যেমন বেইজিং এর শহরতলীতে সিরামিক টাইলস শিল্পের সঙ্গে জড়িতরা রয়েছে হতাশার মধ্যে।

সাতশ বছরের পুরনো এই শিল্প হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে।

সিরামিক শিল্পী জিয়াং জেং গো বলছেন, কোন নোটিশ ছাড়ই বন্ধ করে দেয়া হয়েছে তাদের কারখানা।

তিনি বলছেন, ‘সব কিছু যেন খুব হঠাৎ করে হলো। আমাদের সঙ্গে কোন বৈঠক হয়নি, অথবা আমাদের আগে-ভাগে সতর্কও করা হয়নি। একটা পরিদর্শক দল একদম হঠাৎ করে এল, আর কোন কথাবার্তা ছাড়াই আমাদের পুরো এলাকার সবার কাজ বন্ধ করে দিয়ে গেল।’

এই শিল্প জ্বালানি হিসেবে কয়লার ওপর পুরোপুরি নির্ভর করতো। কয়লাকে বলা হয় সবচাইতে ময়লা জ্বালানি ব্যবস্থা। কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে তা মারাত্মক বায়ুদূষণ সৃষ্টি করে।

চীনের সরকার এই কয়লার ব্যবহারকে পুরোপুরি বন্ধ করে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে চাইছে। আর সে ব্যাপারে কঠোর ভূমিকা নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

বেইজিং শহরের বাইরে গিয়েও তার নমুনা পাওয়া গেল। দেশটির শত শত গ্রামে রাতারাতি বন্ধ করে দেয়া হয়েছে কয়লার ব্যবহার।

লাখ লাখ পরিবারকে রান্নার জন্য একদম হঠাৎ করে কয়লার বদলে গ্যাস ব্যবহারের আদেশ দেয়া হয়েছে। এত দ্রুতগতিতে এত বেশি এলাকায় গ্যাসের ব্যবহার শুরু করা হয়েছে যে এর ফলে আন্তর্জাতিক বাজারে পর্যন্ত গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে।

বেইজিং এর কাছেই একটি গ্রামে বাড়িতে গ্যাসের চুলায় রান্না করতে হচ্ছে শ্যাং জং শুং এর পরিবারকে।

শুং বলছেন, কয়লা তাদের জন্য সস্তা ছিল।

তিনি বলছেন, ‘আমরা বিষয়টা পছন্দ করি আর না করি আমাদের কোন উপায় নেই। আমাদের কয়লা পোড়ানোর অনুমতি নেই। এমনকি কাঠ পোড়ানোরও অনুমতি নেই।’

কোন ঘোষণা ছাড়াই লাখ লাখ মানুষের জীবন বদলে গেছে চীনে। সম্ভবত চীনেই এমনটা সম্ভব। কলমের এক খোঁচায় এক রাতের মধ্যে এমন আদেশ বাস্তবায়ন পৃথিবীর বেশিরভাগ দেশে হয়তো সম্ভব নয়। কিন্তু সেখানে বায়ুদূষণ এই শীতে ৫০ শতাংশ কমে গেছে।

তবে এর কৃতিত্ব কিছুটা দেয়া হচ্ছে এবারের শীতে সাইবেরিয়া থেকে উড়ে আসা উত্তরের ভয়াবহ ঠাণ্ডা বাতাসকে।

পরিবেশ বিষয়ক সংস্থা গ্রিন পিস বলছে চীনের বায়ুদূষণ কমে আসার মূল কারণ এই বাতাস।

তাই আশংকা করা হচ্ছে শীত চলে যাবার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আবার ধোঁয়াচ্ছন্ন পরিবেশ ফিরতে শুরু করছে কি-না।

বিজ্ঞানীরা বলছেন, দূষণ রোধে বেইজিং যে উদ্যোগ শুরু করেছে তাতে আরও বহুদূর যেতে হবে।

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

বিকল্পের সন্ধানে কোটা বাতিলের প্রজ্ঞাপনে দেরি হচ্ছে : ওবায়দুল কাদের

ঢাকা, ১৩ মে ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা …

স্যাটেলাইট মহাকাশে ঘোরায় বিএনপির মাথাও ঘুরছে : মোহাম্মদ নাসিম

ফেনী, ১৩ মে ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ হওয়ায় বিএনপির মাথাও ঘুরছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents