10:51 pm - Thursday, 22nd February , 2018
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ প্রত্যাহার ফিলিস্তিনের জন্য জাতিসংঘ সংস্থা থেকে

যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ প্রত্যাহার ফিলিস্তিনের জন্য জাতিসংঘ সংস্থা থেকে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জানুয়ারি,২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম):যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জন্য জাতিসংঘ ত্রাণ সংস্থাকে দেয়া সাড়ে ছয় কোটি ডলার সহায়তা মঙ্গলবার প্রত্যাহার করে নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে জাতিসংঘ মহাসচিব এন্তোনিয় গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার হুমকির দুই সপ্তাহ পর এমন পদক্ষেপ নেয়া হলো।
ফিলিস্তিনি নেতৃবৃন্দের ওপর চাপ প্রয়োগের জন্য নয়, বরং অন্যান্য দেশকে সহায়তা প্রদান ও ইউএনআরডব্লিউএ-কে সংস্কারের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
কিন্তু ফিলিস্তিনকে দেয়া সকল সহায়তা যারা বন্ধ করতে চান তাদের সঙ্গে এতে করে যে মানবিক ও কূটনৈতিক সংকট সৃষ্টি হবে বলে যারা আশঙ্কা করছেন তাদের মধ্যে মতবিরোধের মধ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হল।
এই সিদ্ধান্তের ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব এন্তোনিয় গুতেরেস বলেন, ‘ইউএনআরডব্লিউএর ব্যাপারে আমি উদ্বিগ্ন। আমি তীব্রভাবে আশা করছি যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিউএ এর জন্য তহবিল সরবরাহ অব্যহত রাখতে সক্ষম হবে। সংস্থাটিতে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ অংশীদার।’
তিনি আরো বলেন, সংস্থাটি ফিলিস্তিনী শরণার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। সংস্থাটি দখলকৃত ভূখ- ছাড়াও জর্দান, সিরিয়া ও লেবাননে অবস্থানরত ফিলিস্তিন শরণার্থীদের সহায়তা দিয়ে আসছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই সেবাগুলো অত্যন্ত গুরত্বপূর্ণ । এরফলে যে শুধু এই জনগোষ্ঠিটির জন্য গুরুতর মানবিক সংকট সৃষ্টি হবে নাই নয়। পাশাপাশি এতে করে কিছু ইসরাইলির জন্যও সমস্যার সৃষ্টি হবে। এই সহায়তাটি ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নয়ের্ট সাংবাদিকদের বনের, ‘কাউকে শাস্তি প্রদানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের আরো অনেক দেশে তাদের চেয়েও বেশি সহায়তা দরকার বলে মার্কিন সরকার ও ট্রাম্প প্রশাসনের বিশ্বাস।’
তিনি ফিলিস্তিন প্রশ্নে মার্কিন নীতিকে সমালোচনাকারী দেশগুলোকে ফিলিস্তিনীদের সহায়তার এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালিস্টাইন রিফিউজি (ইউএনআরডব্লিউএ)’র প্রধান কর্মকর্তা পিয়েরে ক্রাহেনবুহল যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জাতিসংঘের অন্যান্য সদস্যদের ফিলিস্তিনীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে :শিল্পমন্ত্রী

 ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির …

চীন, ইউএনডিপি, ইউএনএফপিএ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করেছে

 ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (্ইউএনডিপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents