ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম):যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের সিয়াটল নগরীতে বৃহস্পতিবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে পর্যটকদের একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছে।
কর্মকর্তারা একথা জানান।
স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর (গ্রিনিচ মান সময়১৮০০) নগরীর অরোরা ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে। ব্রিজটি নগরীর মধ্যাঞ্চলের সঙ্গে উত্তরপশ্চিম সিয়াটলের সংযোগ স্থাপন করেছে।
নর্থ সিয়াটল কলেজের নারী মুখপাত্র মেলিসা মিক্সন বলেন, ওই বাসটিতে চড়ে ৪৫ শিক্ষার্থী ও স্টাফ স্কুলের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল।
তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় দিতে পারেননি।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় যে ৪ জন মারা গেছে তারা সকলেই শিক্ষার্থী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কলেজের প্রেসিডেন্ট ওয়ারেন ব্রাউন সাংবাদিকদের বলেন, ছাত্ররা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে খেলার স্টেডিয়াম সাফেকো ফিল্ড দেখতে যাচ্ছিল।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
