এটি হুয়াওয়ের প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোনটিতে আছে ২.৩৬ গিগাহার্জের হুয়াওয়ের হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম আছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা বাড়িয়ে নেয়া যাবে। এতে মালি টি৮৩০-এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা আছে।
২৬ অক্টোবর থেকে ফোনটি কেনার জন্য বাংলাদেশের ক্রেতারা প্রি-অর্ডার দিতে পারবেন। ফোনটির সঙ্গে থাকছে নানা উপহার। এতে একটি টেলিকম অপারেটরের বান্ডেল অফারও মিলবে।