এই ইভেন্টে শুধু একটি ফোন নয় আরও কয়েকটি গ্যাজেট অবমুক্ত করা হবে। এগুলো হলো- স্মার্ট স্পিকার এবং পিক্সেল বুক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ড্রয়েড লাইফ এবং অ্যানড্রয়েড অথোরিটির প্রতিবেদনের তথ্য মতে, ৪ অক্টোবর গুগল ডে ড্রিম ভিআর হেডসেটও প্রকাশ করবে।
গুগলের পিক্সেল টু এক্সএল ফোনটিতে নতুন বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হবে। পিক্সেল টুর ডিজাইন অনেকটাই পিক্সেল ফোনের মতই হবে।
গুগলের হয়ে এই ফোনটির ডিজাইন ও তৈরি করেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। গুঞ্জন শোনা যাচ্ছে গুগল নাকি এইচটিসির মোবাইল ফোনের ব্যবসা কিনে নিচ্ছে।
যদিও এর আগে বাজারে আসা গুগলের পিক্সেল এক্সএল তৈরি করেছিল এলজি। নতুন পিক্সেল ফোন আইপি৭৬ সার্টিফাইড। অথাৎ ফোনটি পানিরোধী।
অ্যানড্রয়েড অথোরিটির তথ্য মতে, এইচটিসির ইউ ওয়ান ওয়ানের মতই নতুন পিক্সেল ফোনের ক্যামেরায় ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে একটি রিয়ার এবং একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় পোর্টেট মোড ব্যবহার করা হয়েছে।
গুগল তাদের নতুন এই ফোনে হেডফোন জ্যাক বাদ দিয়ে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করেছে। এই পোর্ট দিয়ে ফোনে চার্জ দেয়ার পাশাপাশি স্টেরিও হেডফোনের জ্যাকও ব্যবহার করা হবে। ফোনটিতে স্টোরিও স্পিকার থাকার কথা রয়েছে।