ঢাকা, ০১ অক্টোবর, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ‘সী পাওয়ার কনফারেন্সে-২০১৭’-এ অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ আজ রোববার ঢাকা ছেড়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা-আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
এতে বলা হয়, অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারে›স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারে›স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭ এ অংশগ্রহণ করবেন।
অস্ট্রেলিয়ার অবস্থানকালে তিনি সেদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রা্ন্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মিয়ানমারের নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সরকারি সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।