স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। তাই আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এজন্য শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় দু’দল। নাগপুরে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
সেরা নৈপুণ্য প্রদর্শন করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে নেয় ভারত। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২৬ রানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ৫০ রানে জিতে ভারত। এরপর তৃতীয় ওয়ানডে ৫ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। তাই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে বিরাট কোহলির দল। ফলে সিরিজের শেষ দুই ম্যাচ হয়ে দাড়ায় নিয়মরক্ষায়।
তবে ভারতের জন্য চতুর্থ ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। কারন টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলো তারা। কিন্তু চতুর্থ ওয়ানডেতে সেই সুযোগ হাতছাড়া করে টিম ইন্ডিয়া। কারণ ব্যাঙ্গালুরুর ঐ ওয়ানডে ২১ রানে জিতে সিরিজে প্রথম জয়ের স্বাদ নেয় অস্ট্রেলিয়া।
তবে পঞ্চম ও শেষ ওয়ানডে জিতে সিরিজ শেষ করাই এখন প্রধান লক্ষ্য ভারত ও অস্ট্রেলিয়া। নাগপুরের ওয়ানডের আগে এমনই বললেন ভারতের অধিনায়ক কোহলি, ‘আমাদের লক্ষ্য ছিলো ওয়ানডে সিরিজ জয়। দলগত পারফরমেন্সে আমরা সেই লক্ষ্য পূরণ করেছি। এখন আমাদের লক্ষ্য জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করা। এমন লক্ষ্য নিয়েই আমরা আগামীকাল মাঠে নামবো। দলের সবাই ভালোভাবে সিরিজ করতে চাইছে। আমরা প্রস্তুত সিরিজের শেষ ওয়ানডেতে নিজেদেরকে উজার করে দিতে।’
কোহলির মত একই সুরে কথা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও, ‘প্রথম তিন ম্যাচে হেরে গিয়ে আমরা হতাশার মধ্যেই ছিলাম। অবশেষে চতুর্থ ওয়ানডে জিতে সবার আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই আত্মবিশ্বাস দিয়েই জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতেই মাঠে নামবো। এক জয় সবার মনোবল বাড়িয়ে দিয়েছে এবং লড়াই করার মানসিকতা ফিরে এসেছে। আশা করছি আমরা সফল হবো।’
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, ভুবেনশ্বর কুমার, মনিষ পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দা চাহাল, জসপ্রিত বুমরাহ, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মোহাম্মদ সামি ও লোকেশ রাহুল।
অস্ট্রেলিয়া : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), কেন রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কলটার-নাইল, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, মার্কাস স্টোয়িনিস, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার, পিটার হ্যান্ডসকম্ব ও এডাম জাম্পা।