প্লেয়ার ড্রাফটের মাধ্যমেই মোস্তাফিজুর রহমানের দল নির্ধারিত হবে। বিপিএলে এবারের আসরে এ প্লাস গ্রেডের খেলোয়াড় মোস্তাফিজ। তার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার। টাকার হিসাবে যা প্রায় ৫০ লাখ।
আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফট। এদিন প্রত্যেকটি দলেরই নজর থাকবে মোস্তাফিজুর রহমানের দিকে। ধারণা করা হচ্ছে, প্লেয়ার ড্রাফটের দিন সবার আগে মোস্তাফিজুর রহমানের দল নির্ধারিত হবে।
মোস্তাফিজুর রহমানের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম, জহুরুল ইসলাম, হাসানুজ্জামান ও আবু হায়দার রনিদের দিকে। প্লেয়ার ড্রাফটের দিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে সাতজন করে দেশি খেলোয়াড় ও দুইজন করে বিদেশি খেলোয়াড় কিনতে হবে।