স্পোর্টস ডেস্ক, ০৫ সেপ্টেম্বর, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): টেস্ট ক্রিকেটে গত একশ’ বছরের ইতিহাসে অভিষেকের পর এক নাগারে ১৮টি দ্বিপক্ষীয় সিরিজে অন্তত হাফ-সেঞ্চুরি করে ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় স্যার লিওনার্দো হাটনের পাশে নিজের নাম লিখলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১৩ সালের ১৩ জুলাই টেস্ট ফরম্যাটে পা দেয়ার পর ১৮টি সিরিজের সবক’টিতেই অন্তত হাফ-সেঞ্চুরি করেছেন স্মিথ।
আজ চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রান করে এমন রেকর্ডের তালিকায় নিজের নাম তুলেন স্মিথ। এমন কীর্তি করেছেন হাটনও। ১৯৩৭ সালের ২৬ জুন অভিষেকের পর টানা ১৮ টেস্ট সিরিজে অন্তত হাফ-সেঞ্চুরি ছিলো হাটনের। তাই রেকর্ডের তালিকায় হাটন ও স্মিথ এখন পাশাপাশি।
অবশ্য হাটন ও স্মিথের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক। অভিষেকের পর টানা ২২টি টেস্ট সিরিজে অন্তত একটি হলেও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। তাই ট্রেসকোথিককে স্পর্শ করতে হলে আরও চারটি টেস্ট সিরিজে অন্তত একটি করে হাফ-সেঞ্চুরি করতে হবে স্মিথকে।