১২:১১ অপরাহ্ণ - মঙ্গলবার, ১৬ জুলাই , ২০১৯
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / অপরাধ / হটলাইন চালুর ছয় ঘণ্টায় দুদকে ফোন এসেছে প্রায় দুই হাজার

হটলাইন চালুর ছয় ঘণ্টায় দুদকে ফোন এসেছে প্রায় দুই হাজার

ঢাকা, ২৮ জুলাই, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): দুর্নীতির তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনে হটলাইন চালুর প্রথম ছয় ঘণ্টাতেই ফোন এসেছে প্রায় দুই হাজার। তবে যেসব অভিযোগ এসেছে তার সব দুর্নীতি দমন কমিশনে আইনের আওতায় পড়ে না। এই আওতায় ৫৫টি অভিযোগ দুদকের অনুসন্ধানের আওতায় পড়েছে।

হটলাইন চালুর পর স্বল্পতম সময়ে এত বেশি ফোন আসাকে দুর্নীতির ভয়াবহ বিস্তার হিসেবে মনে করছেন কমিশনের কর্মীরা।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া  টোল ফ্রি হটলাইন ১০৬ তে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এ জন্য কোনো খরচ করতে হবে না কাউকে।

দুদকের সহকারী পরিচালক ও হটলাইন প্রকল্পের ব্যবস্থাপক সেলিনা মনি ঢাকাটাইমসকে বলেন, ‘আজ সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ২ হাজারের মতো ফোন এসেছে, এর মধ্যে ৫৫টি অভিযোগ আমরা নথিভুক্ত করতে পেরেছি।

কিগুলো আমাদের আওতার বাইরে ও ছোটখাটো বিষয় ছিল। কেউ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে । আসলে আস্তে আস্তে তারা বুঝবে কোনগুলো আমাদের আওতাভুক্ত।’

প্রথম দিন আসা অভিযোগগুলোর মধ্যে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়ে তথ্যই বেশি এসেছে বলে জানান হটলাইন নম্বরের একজন ব্যবস্থাপক।

কী ধরনের অভিযোগ করা যাবে- জানতে চাইলে দুদক কর্মকর্তা সেলিনা মনি বলেন, ঘুষ লেনদেন, জাল জালিয়াতি, অবৈধ সম্পত্তি, মানি লন্ডারিং, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বিষয়ে অভিযোগ আমরা গ্রহণ করে থাকি।’

অভিযোগ করলে কী ব্যবস্থা নেয়া হয়- এমন প্রশ্নের জবাবে এই দুদক কর্মকর্তা বলেন, ‘আমরা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি এর জন্য কমিটি করা হচ্ছে। যাতে কেউ ঘুষ লেনদেন করলে অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।’

এই হটলাইন উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্নীতির বিস্তার নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সবাই দুর্নীতিতে সম্পৃক্ত হওয়ার কারণেই দেশ আজ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। সবাই যদি নিমজ্জিত না থাকত তাহলে দুর্নীতি হত না। যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। যদি এতে সবাই অংশ না নেয় তাহলে দুর্নীতি হয় কীভাবে? পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতিতে সম্পৃক্ত।’

দুদকের একজন কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘অর্থমন্ত্রী আজ যেটা বলে গেছেন, সেটা খুবই সত্য কথা। হটলাইন নম্বর চালু হওয়ার প্রথম দিন এই তথ্য সেভাবে প্রচার হওয়ার আগেই যেভাবে অভিযোগের পর অভিযোগ আসছে, তাতে এটাই বোঝা যাচ্ছে যে চারপাশ ছেয়ে আছে দুর্নীতিতে।’

জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘এ দেশে দুর্নীতি তো নতুন কিছু নয়। সব ক্ষেত্রেই দুর্নীতি আছে। তবে দুদকে আসা ফোন দিয়ে দুর্নীতির ব্যাপকতার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা যাবে না।’

দুদকের হট লাইন চালুর বিষয়ে গোলাম রহমান বলেন, ‘উদ্যোগটা ভালো, তবে যে অভিযোগগুলো আসছে, সেগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তাহলে এটা সফল হবে।’
অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে

দুদক থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে জানানো হয়েছে- এখানে অভিযোগকারী যে কোন মোবাইল ফোন থেকে ১০৬ এ ফোন করে তার অভিযোগ জানাতে পারবেন। একাধিক ব্যক্তি একই সঙ্গে অভিযোগ জানাতে পারবেন।  অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে, অভিযোগকারী চাইলে তাঁর বক্তব্য রেকর্ড করা যাবে।

হটলাইনের সুবিধা সম্পর্কে দুদক থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রত্যক্ষ সংযোগ স্থাপন,  দ্রুত দুর্নীতির তথ্য, প্রমাণ প্রাপ্তি, দুর্নীতির ঘটনা ঘটার সাথে সাথেই অথবা ঘটার সম্ভাবনা রয়েছে এমন অভিযোগ পেলে তাৎক্ষনিক  প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে, দুর্নীতির ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং কমিশনের প্রতি জনআস্থা সৃষ্টি ইত্যাদি।

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দেশের শান্তি ও অগ্রগতি …

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে এখানে পবিত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents