ঢাকা, ১১ জুলাই, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): তাদের বিচ্ছেদের বয়স প্রায় দেড় বছর। কিন্তু পেশাদারিত্বের খাতিরে এবং সিনেমার প্রচারণার জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। সেই যাই হোক না কেন, ছবির প্রচারের জন্য এখন যথেষ্ট ব্যস্ত রয়েছেন তারা। আর সেখান থেকেই সময় বের করে ক্যাটরিনার জন্মদিন পালন করলেন রণবীর।
প্রসঙ্গত, অ্যাওয়ার্ড শেষে নিউইয়র্ক থেকে সোজা সালমান-ক্যাটরিনার আবার মরোক্কোর উদ্দেশ্যে রওনা দেবেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য। আর তার পর আবুধাবি যাবেন তারা। মোট ৪০ দিনের শুটিংশেষে মুম্ৱাই ফিরবেন ক্যাটরিনা। তাই আগে ভাগেই বার্থডে সেলিব্রেশন করলেন।
তবে শোনা গিয়েছিল, ‘জাগ্গা জাসুস’ ছবির পর আর ক্যাটরিনার সঙ্গে নাকি আর কোনও ছবি করতে চান না রণবীর। যদিও পরে এক সাক্ষাৎকারে এ কথা অস্বীকার করেন। তিনি বলেন, যদি পরে ভালো কোনও স্ক্রিপ্ট পান তাহলে অবশ্যই ক্যাটরিনার সঙ্গে করবেন। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত রণবীর ও ক্যাটরিনার ‘জাগ্গা জাসুস’।