টেকনোলজী ডেস্ক, ০৪ জুন, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বিজ্ঞানীরা এমন এক ধরণের উপাদান আবিষ্কার করেছেন যেটি দিয়ে ফোন তৈরি করলে কখনোই ভাঙবে না। বিজ্ঞানীরা এই উপদানকে বলছেন ‘মিরাকল ম্যাটেরিয়াল’।
বিজ্ঞানীদের উদ্ভাবিত এই উপাদানের ক্যামিকেল স্টাবিলিটি, লাইটনেস এবং ফ্লেক্সিবিলিটি অনেকটাই উন্নত। এই উপাদান দিয়ে স্মার্টফোনের মত গ্যাজেট উৎপাদন করা সম্ভব। যেটি কখনোই ভাঙবে না। এখনকার সব স্মার্টফোনগুলো সিলিকন ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। এসব উপাদান যেমন ব্যয়বহুল তেমনি ভঙ্গুরও।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গত বছর ১.৫ বিলিয়ন স্মার্টফোন বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। এবার উৎপাদকরা এমন একটি উপাদান খুঁজছেন যা দিয়ে স্মার্টফোন তৈরি করলে এর খরচ যেমন কমবে তেমনি ফোন হবে আরও বেশি টেকসই।
এই বিজ্ঞানীরা কাজ করেন যুক্তরাজ্যের কুইনম ইউনিভার্সিটি বেলফাস্টে। দীর্ঘ গবেষণা শেষে বিজ্ঞানীরা জানিয়েছে তারা সেমিকনডাকটিং মলিকিউলস সি৬০ এর সঙ্গে লেয়ারড ম্যাটেলিয়ালস যেমন গ্রাফাইন এবং এইচবিএন একত্র করে নতুন একটি ম্যাটেলিয়াল উদ্ভাবন করেছেন যেটি স্মার্টফোন তৈরির বৈপ্লবিক পরিবর্তন আনবে।