স্যামসাং গ্যালাক্সি জে৩ প্রাইম ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০×৭২০ পিক্সেল। এতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ফোনটির পুরুত্ব ৫.৫x২.৭৫x০.৩৫ ইঞ্চি।
ফোনটিতে আছে ১.৩৫ গিগাহার্জের এক্সিনোস ৭৫৭০ প্রসেসর। এতে ১.৫ জিবি র্যাম রয়েছে। এর বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি
১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গ্যালাক্সি জে৩ প্রাইম ফোনটিতে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে।
স্যামসাং দাবি করছে এই ফোনটিতে ২০ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে এক বার চার্জ দিলে ২০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এলটিই, জিপিএস।