এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সফিকুল ইসলাম প্রমুখ।
বিকালে হাওর থেকে ফিরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে ত্রাণমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সম্প্রতি অকাল বন্যায় কিশোরগঞ্জের কয়েকটি উপজেলাসহ হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই এলাকার কৃষকেরা একটি ফসলের ওপরই নির্ভরশীল। রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।