ঢাকা, ০১ এপ্রিল, ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বিকেলে বঙ্গভবনে নবনিযুক্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর পেশাগত মান বাড়াতে উভয় দেশের এই বাহিনীর মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
আবদুল হামিদ ভারতীয় সেনা প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সফর বিনিময় এবং যৌথ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠান একটা ভূমিকা রাখবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সেনাবাহিনীসহ ভারতীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সুস্পষ্টভাবে বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের অবদানের কথা বাংলাদেশ ও এদেশের জনগণের স্মরণ থাকবে।’ তিনি আরো বলেন, দু’টি প্রতিবেশী দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।
ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার বন্ধন খুবই ভাল। তিনি দু’দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের অত্যন্ত ইতিবাচক ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
ভারতীয় সেনা প্রধান আশা প্রকাশ করেন যে প্রশিক্ষণ বিনিময় উভয় দেশের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এবং এই সম্পর্ক আরো বাড়াতে সহায়ক হবে।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।