শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তোলেদো ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সরকারি নির্মাণ কাজের চুক্তি পাইয়ে দিতে অডিব্রেচ নামে ব্রাজিলের একটি নির্মাণ কোম্পানির কাছ থেকে উল্লেখিত টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
আলেকজান্দ্রো বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তিনি এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে আছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তোলেদো।
বিচারক রিচার্ড কনসেপসিওন সাবেক প্রেসিডেন্ট তোলেদোর আইনজীবীর জামিন আবেদন নাকচ করে বলেন, তোলেদোকে সুযোগ পাওয়া মাত্রই পুলিশ হেফাজতে নেয়া উচিত।
অডিব্রেচের বিরুদ্ধে বিভিন্ন দেশে দুর্নীতির অভিযোগ রয়েছে। মার্কিন বিচার বিভাগের কাছে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, তারা লাতিন আমেরিকার বিভিন্ন সরকারকে ৮০ কোটি ডলার ঘুষ দিয়েছে। চুক্তি নিরাপদ রাখতে ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পেরুকে দুই কোটি ৯০ লাখ ডলার ঘুষ দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সময়টাতে পেরুর ক্ষমতায় ছিলেন তোলেদো, অ্যালান গার্সিয়া, এবং ওলান্তা হুমালা। তারা কেউই ঘুষ নেয়ার অভিযোগ স্বীকার করেনি।