এস, এম, আজিজুল হক, স্টাফ রিপোর্টার-পাবনা, ০৭ নভেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ শনিবার দুপুরে পাবনা সিভিল সার্জন অফিসের নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আর কোন আলোচনা নয়।
তিনি বলেন, লন্ডনে বসে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের সাথে সংলাপে বসার কথা বলছেন। যারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন এবং জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে, তাদের সাথে কোন আলোচনা নয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘জামায়াতের বন্ধু খালেদা জিয়া আলোচনার কথা বলে জাতির সাথে প্রতারণা করছেন। প্রতারকদের সাথে কোন আলোচনা নয়। যিনি ২১ আগষ্ট গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার সাথে আলোচনা নয়। কোন খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামীলীগ সরকার কখনই সংলাপে বসবে না।’
তিনি বিএনপি নেত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনি ভুল করেছেন, সাহস থাকলে ২০১৯ সালে নির্বাচনের মাঠে আসুন, লড়াই হবে’।
পাবনা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পাবনার সিভিল সার্জন ডা. শহিদ মোঃ সাদেকুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজু, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জিলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোঃ নুরুল হক ।