ঢাকা, ২৮ জানুয়ারী ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে এ নাম পাঠাতে হবে ।
সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে নির্বাচন কমিশন গঠন বিষয়ে গঠিত সার্চ কমিটির আজ প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে এ নাম পাঠাতে হবে। নির্বাচন কমিশন গঠনে মতামত নেয়ার জন্য দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন বিষয়ে সংলাপে অংশগ্রহণকারী দলগুলোকে চিঠি দেয়া হবে, যেন তারা ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নাম পৌঁছায়। প্রতিটি দলকে ৫টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে পৌঁছানোর জন্য চিঠিতে অনুরোধ করা হবে।
তিনি জানান, আগামী সোমবার ৩০ জানুয়ারি বিকেল ৪টায় সুপ্রিমকোর্টর জাজেজ লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কমিটি বৈঠক করবে সার্চ কমিটি। বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের সবাই চেনেন মোটামুটিভাবে এমন ১২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়।
আজকের বৈঠকে কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার উপস্থিত ছিলেন। সার্চ কমিটির সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্েযর নতুন ইসি নিয়োগ দেবে রাষ্ট্রপতি।
এদিকে সার্চ কমিটি যে ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করার সিদ্দান্ত হয়েছে, তারা হচ্ছেন-হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, বিশিষ্ট আইনজীবী সুলতানা কামাল, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার একেএম শামসুল হুদা, প্রাক্তন নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। একজন নির্বাচন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি।