ভিআরটির মডেল ম্যাঙ্গো ভিআর। এরদাম মাত্র ৪৯৯ টাকায়। মেলা উপলক্ষে এই ভিআর হ্রাসকৃতমূল্যে পাওয়া যাচ্ছে। এর রেগুলার প্রাইজ ৯৯৯ টাকা।
এছাড়াও ম্যাগো মোবাইলের ই৩০ স্মার্টফোনটি কিনলে বিনামূল্যে ভিআর হেডসেট পাওয়া যাবে। ফোনটির মূল্য ১৪ হাজার ৪৯০ টাকা। মেলায় এটি পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৬৯৪ টাকায়।
এই ভিআর হেডসেটটি গুগল কার্ডবোর্ড ভিআরের মতই। এর মধ্যে স্মার্টফোন প্রবেশ করিয়ে ভার্চুয়াল দুনিয়ার স্বাদ পাওয়া যাবে।
ডিভাইসটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি গেমস খেলা যাবে। এটি দিয়ে ভার্চুয়াল মুভিও দেখা যাবে।
২৮ জানুয়ারি প্রযুক্তির এই মেলা শেষ হচ্ছে।