ব্রাহ্মণবাড়িয়া, ০৫ জানুয়ারী ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। গণতন্ত্র ঠিক রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র টিকে থাকবে।
আনিসুল হক বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্বাধীনতা দিয়ে যান। এরপর থেকেই দেশের জনগণ গণতন্ত্রের জন্য সংগ্রামে লিপ্ত। দেশের মানুষ দেখেছে মাগুরা, আর মিরপুরের উপ-নির্বাচনের মধ্যদিয়ে কিভাবে তৎকালীন বিএনপি সরকার গণতন্ত্রের কলঙ্ক রচনা করেছিল। সেই কেড়ে নেয়া গণতন্ত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুনরুদ্ধার করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালে গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নিবাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের তথা সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্থানীয় সড়ক বাজার মটর স্ট্যান্ডের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বাচ্চু পৌর মুক্তমঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।