ঢাকা, ০৪ নভেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ স্থানীয় একটি হোটেলে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই) আয়োজিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট ২০১৫-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অপুষ্টি মোকাবেলায় বিশ্বের প্রতিটি দেশকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
স্পিকার বলেন, পুষ্টি সমস্যা শুধু বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের সমস্যা নয় বরং বিশ্বব্যাপী এই সমস্যা বিরাজমান। তাই এই সমস্যা মোকাবেলায় বিশ্বের প্রতিটি দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্পিকার পুষ্টি খাতে অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোলমডেল। বাংলাদেশের মত জনবহুল দেশের খাদ্য সমস্যা মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। এই সাফল্য ধরে রেখে পুষ্টি সমস্যা মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোক্সানা কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইএফপিআরআই’র সিনিয়র রিসার্চ ফেলো ড. লরেন্স হাদ্দাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইএফপিআরআই’র প্রতিনিধি ড. আখতার আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।