স্পোর্টস ডেস্ক, ০৪ নভেম্বর ২০৪৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি ডাক পেয়েও অনিশ্চয়তায় মারুফ।
তিন দিন টানা বৃষ্টিতে শেখ কামাল স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। কিন্তু চতুর্থ ও শেষ দিন খেলা হয় ৭৫ ওভার। টসে জিতে ব্যাট করতে নেমে মেট্রোর সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান।
ওপেনার শামসুর রহমান শুভ সেঞ্চুরি করেন। অন্যদিকে ৯৯ রান করার পথে মাংস পেশিতে টান পড়ায় মারুফ ফিরে যায়।
তবে বিকেলেই মারুফ পায় সুখবর। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পান তিনি। কিন্তু হঠাৎ মাংস পেশীতে টান পড়ায় অনিশ্চয়তার মুখে পরে গেছে বিসিবির হয়ে মারুফের খেলা।