ঢাকা, ০১ জানুয়ারী ২০১৭ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রবিবার বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে ছাত্র সমাবেশে যোগ দেন তিনি। সম্মেলন উদ্বোধনের পর খালেদা জিয়া জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন পায়রা উড়ান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করবে সংগঠনটি। বিকালে আলোচনা সভার পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সারাদেশে বিভাগীয়, জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ সব ইউনিটে কেক কেটে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ছাত্রদল।
এদিকে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা শুরুর আগেই বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলসহ অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছেন। সৌজন্যে ঢাকাটাইমস