ঢাকা, ২২ ডিসেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটগ্রহণ শেষে শেরে বাংলানগরস্থ ইসি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন সিইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হয়নি। তাই নির্বাচনের ফল যাই হোক সব দলকে তা মেনে নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিবারই আমরা একই ধরনের পদক্ষেপ নেই। এবারও তা নেয়া হয়েছে। তবে এবার নির্বাচনী এলাকাটা ছোট ছিল, প্রার্থী ও তাদের সমর্থকদেরও সহযোগিতা পেয়েছি। সব পক্ষের সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণ হয়।’
সিইসি বলেন, ‘নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি না করলে অশান্তি সৃষ্টির কোনো কারণ নেই। এই নির্বাচন নিয়ে কোনো প্রার্থী বা দল থেকে কোনো অভিযোগ ওঠেনি।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে নির্বিঘ্নে, আনন্দচিত্তে ভোটকেন্দ্র এসে স্বাচ্ছন্দ্যে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ এবং নির্বাচনী অনিয়মের কারণে আজও তিনজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।’
বিদায়ী সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ এই নির্বাচনের মতো পরবর্তী নির্বাচনেও যাতে সবাই জনগণের রায় মেনে নেয় এই আশা প্রকাশ করেন।
এ সময় ইসি আবদুল মোবারক, আবু হাফিজ, বি. জে. (অব.) জাবেদ আলী, ইসি সচিব এম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।