১১:৫৭ অপরাহ্ণ - সোমবার, ২৩ সেপ্টেম্বর , ২০১৯
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / রাজনীতি / আওয়ামী লীগ / আমি বিশ্বাস করি ভোটাররা এবারও আমার পক্ষেই রায় দেবেন : আইভী

আমি বিশ্বাস করি ভোটাররা এবারও আমার পক্ষেই রায় দেবেন : আইভী

iv3-21-12-16নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ বছর আগের মতোই সহজ জয়ের প্রত্যাশা করছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, গত পাঁচ বছরে তিনি যে কাজ করেছেন তাতে ভোটাররা তাকে বিমুখ করবেন না কোনোভাবেই।

ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে আগের রাতে। তাই বলে আইভীর ব্যস্ততা কমেনি এতটুকু। পার্থক্য এটুকুই-গত দুই সপ্তাহ ধরে তিনি চষে বেড়িয়েছেন পথে প্রান্তরে, আর সকাল থেকে প্রতিটি ক্ষণ তাকে কাজে লাগাতে হচ্ছে নেতা-কর্মীদেরকে নানা দিক নির্দেশনা দেয়ায়।

সকাল থেকে দেওভোগে নিজ বাসভবনেই অবস্থান করছেন আইভী। ১৭৪টি ভোটকেন্দ্রে কারা পোলিং এজেন্ট হবেন-তাদের দায়িত্ব কী হবে, তাদের জন্য খাওয়া পৌঁছে দেয়ার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন আইভী। আবার ভোট কেন্দ্রের আশেপাশে নেতা-কর্মীদের অবস্থান, ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসতে উদ্বুদ্ধ করতেও দায়িত্ব ভাগ করে দিতে দেখা যায় আইভীকে।

iv-21-12-16এর মধ্যেই ক্ষণিক সময়ের জন্য সঙ্গে কথা হয় আইভীর। ভোটের কী ফল প্রত্যাশা করছেন-জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জিতবো-এ বিষয়ে নিশ্চিত।

কীভাবে নিশ্চিত হলেন, জানতে চাইলে আইভী বলেন, ‘প্রচারণা চালানোর সময় আমি যে জোয়ার আর উদ্দীপনা দেখেছি, তাতে আমি বিশ্বাস করি ভোটাররা এবারও আমার পক্ষেই রায় দেবেন।’

এর আগেও দুইবার ভোটের লড়াইয়ে নেমে সহজ জয় পেয়েছিলেন আইভী। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি ১৮ হাজার ভোটের ব্যবধানে হারান তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে।

২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভা সিটি করপোরেশন হওয়ার পর বিরাট এলাকায় পরিণত হয় এটি। যোগ হয় দুটি উপজেলা। ভোটার বাড়ে কয়েকগুণ। আর ২০০৮ সালের নির্বাচনে আইভীর ভোটও বাড়ে সমানতালে। ওই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই প্রভাবশালী নেতা শামীম ওসমানকে এক লাখ দুই হাজার ভোটের ব্যবধানে হারান আইভী।

ওই নির্বাচনে ভোটের কয়েক ঘণ্টা আগে সরে দাঁড়ান বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। বিএনপির এই সিদ্ধান্ত আইভীর জয়ের পথ সুগম হয়েছিল বলে ধারণা করা হয়।

আগের দুই নির্বাচনের চেয়ে এবার ভোটের ব্যবধান আরও বেশি হবে বলে আশা করছেন আইভী। তিনি বলেন, ‘আমি যে জোয়ার দেখছি, তাতে আমি আত্মবিশ্বসী এবার ৭০ শতাংশ ভোট নৌকা প্রতীকে পড়বে।’

কেন এমন ভাবছেন-জানতে চাইলে নারায়ণগঞ্জের সদস্যবিদায়ী মেয়র বলেন, সিটি করপোরেশন হওয়ার আগে সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা ছিল উন্নয়নের দিক থেকে পিছিয়ে। সেই এলাকায় আমি দৃশ্যমান উন্নয়ন করেছি। নারায়ণগঞ্জবাসীকে সব সময় সন্ত্রাস থেকে আগলে রাখার চেষ্টা করেছি। ভোটাররা এ কারণে আমাকে বিমুখ করবে না।’ সৌজন্যে ঢাকাটাইমস

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

যথাযত মর্যাদায় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী, …

সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দেশের শান্তি ও অগ্রগতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents