তোফায়েল আহমেদ বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে দৃপ্ত পদে এগিয়ে চলছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিলো- একটি দেশ স্বাধীন করা। অন্যটি সুজলা সুফলা শস্য শ্যমলা সোনার বাংলায় রূপান্তরিত করা। একটি তিনি পূরণ করে গেছেন। অন্যটি তার রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা পূরণ করে চলছেন।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, এক সময় যারা বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, আজ তারাই বাংলাদেশকে উন্নয়নের মডেল বলছে। সন্ত্রাস ও জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পুলিশের মহা-পরিদর্শক একে এম শহিদুল হক।
পুলিশ প্রধান বলেন, কমিউনিটি পুলিশিং একটি দর্শন। এর ফলে জনগণ ও পুলিশের মধ্যে দুরত্ব কমিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করা হয়। সমাজিক সমস্যার টেকসই সমাধানের জন্য কমিউনিটি পুলিশিং প্রয়োজন। তাই সমাজের ভালো লোকজন দিয়ে কমিটি গঠন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন- সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান প্রমুখ।