ঢাকা, ০১ ডিসেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী-প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত পাসপোর্ট সেবা দেয়ার জন্য ঢাকা সেনানিবাসে একটি পাসপোর্ট আবেদন প্রক্রিয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ৬৮তম পাসপোর্ট অফিস এটি।
প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী-প্রধান বলেন, এখন থেকে সেনানিবাসের ভেতরেই পাসপোর্ট প্রক্রিয়ার সুবিধা পাবেন সশস্ত্র বাহিনী-সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা।
ঢাকা সেনানিবাস এলাকায় সেনানিবাস বাজারের পাশে ৪ নম্বর সড়কের ২৭/এ ভবনে পাসপোর্ট অফিসটির অবস্থান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান ও স্বরাষ্ট্রসচিব, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘সেনানিবাস এলাকার এ অফিসে শুধু সেনাসদস্যরাই নন, সেনানিবাসের ভেতরে বসবাসকারী বেসামরিক নাগরিকদের জন্যও এটি একটি বিশেষ সুবিধা বয়ে আনবে।’