টেকনোলজী ডেস্ক, ০১ ডিসেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাইটেক পার্ক প্রল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনায় হয়। সভায় কমিটির সদস্য তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহন করেন।
সভায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) এর আওতায় সামিট টেকনোলোজিস লিঃ এবং ফাইবার এ্যাট হোমস লিঃ কোম্পানীর সংগে চুক্তি মোতাবেক তাঁদের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন পরবর্তী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় বঙ্গবন্ধু হাইটেক পার্কের জিওবি খাতের আওতায় বাস্তবায়নাধীন কার্যক্রমের একটি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর আওতায় বাস্তবায়নাধীন কার্যক্রমের একটি তুলনামূলক বিবরণী পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়াও সভায় কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভেতর দিয়ে নির্মিত ট্রেনলাইনে দুর্ঘটনা রোধে একটি নিরাপত্তা গেইট অতিদ্রুত নির্মানের সুপারিশ করে। এছাড়া বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভেতর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থাপিত বিদ্যুতের পোল অতিদ্রুত অপসারনের সুপারিশ করে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংসদীয় কমিটি কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।