
এছাড়া রান্নাঘরে নোংরা পরিবেশ, ফ্রিজে বাসী খাবার রাখার অভিযোগে জান্নাত হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহান ঢাকাটাইমসকে জানান, বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রিন্স বাজারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বেশ কিছু প্রসাধনী পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত মূল্যে মসলা পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় ওই এলাকার জান্নাত হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানে মাননিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), খাদ্য অধিদপ্তর, সিটি করপোরেশন ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে মোহাম্মদপুর থানা পুলিশ।