মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর যত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারাই মুক্তিযোদ্ধার তালিকা কাঁটাছেঁড়া করেছে। আর এভাবেই তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে সরকারি গেজেটে অমুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভুয়া এমনকি রাজাকার পরিবারের সন্তানরাও অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা। মানবন্ধন থেকে অবিলম্বে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে নাম বাতিল ও শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন সময়ে দক্ষিণ-পশ্চিম রনাঙ্গণের গ্রুপ কমান্ডার মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মুক্তিযোদ্ধা কোরবান আলী, আব্দুল গণি, আব্দুস সালাম ও শাহাদাৎ হোসেন। মুক্তিযোদ্ধাদের এ মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন।