সোহেল রানা-বালিয়াকান্দি (রাজবাড়ী), ০৬ নভেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রবিবার সকালে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খতিব, ইমাম ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বালিয়াকান্দি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মডেল কেয়ার টেকার ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মুফতি ইলিয়াছ হোসাইন, মোতাহার হোসেন প্রমুখ। সমন্বয় সভায় ১১৫জন শিক্ষক, কেয়ার টেকার, সুধিমহল উপস্থিত ছিলেন।