বিনোদন ডেস্ক, ৩০ অক্টোবর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): অভিনেত্রী দিতির মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় গত ২৫ জুলাই ২০১৫ তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। একই মাসের ২৯ তারিখ চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। তারপর দীর্ঘ দুইমাস চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার পর ২০ সেপ্টেম্বর ২০১৫ তিনি দেশে ফিরেন। এরপর বেশ সুস্থই ছিলেন অভিনেত্রী দিতি। পরিবার নিয়ে আনন্দে কোরবানীর ঈদটাও পালন করেছেন।
কিন্তু তার মেয়ের লামিয়া আজ দুপুর ২টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেন, ‘কেমোথেরাপি নেওয়ার পর নানা ধরনের শারীরিক সমস্যা হয়। আমাদের এ ব্যাপারে চিকিৎসকেরা কিছুটা ধারণা দিয়েছেন। তবে মায়ের সমস্যা একটু বেশি মনে হচ্ছে। শিগগিরই তাঁকে আবার হাসপাতালে ভর্তি করার কথা ভাবছি। শারীরিক অবস্থা কিছুটা অনুকূল হলে আমরা মাকে আবার চেন্নাই নিয়ে যাব। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন’