ঢাকা, ০৭ অক্টোবর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ সকালে নগরীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত হওয়ায় দেশে শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, শুধু মাত্র ধর্মীয় উন্মাদনা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কারণে একটি মহল দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনকে ধ্বংস করার চেষ্ঠা করেছে।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অশুভ শক্তিকে কঠোর হাতে দমন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশে ও বিদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, পশ্চিমা বিশ্বের অনেক উন্নত দেশ তাদের উচ্চ প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া স্বত্ত্বেও সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলা করতে সফল হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ নেতৃত্ব ও বিচক্ষণতার মাধ্যমে তা মোকাবেলা করতে সমর্থ হয়েছেন।
তিনি বলেন, এতে তিনি (প্রধানমন্ত্রী) শুধু দেশে নয়, গোটা বিশ্বের মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
হানিফ বলেন, ‘দেশের সকল মানুষ যেন সমান অধিকার পায় সেজন্য এই অশুর শক্তিকে দমন করতে আমাদের নেত্রী কঠোর অবস্থান নিয়েছে। তার কঠোর অবস্থানের কারণেই সারাদেশে আজ শান্তি বিরাজ করছে। ২৯ হাজার পাঁচশ মণ্ডপে শান্তিপূর্ণভাবে পুজা অনুষ্ঠিত হচ্ছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যেখানে সারা বিশ্বেই অনেক ক্ষমতাধর রাষ্ট্র সন্ত্রাসী হামলা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে জঙ্গি দমন করে শান্তি প্রতিষ্ঠা করে আস্থা ফিরে আনতে পেরেছে বাংলাদেশ।’ তিনি বলেন, ‘আজ মানুষের মনে কোন আতঙ্ক নেই, শান্তি পূর্ণ সকলেই উৎসব পালন করছে।’
হানিফ বলেন, ‘হাজার বছর ধরেই আমরা বাঙালিরা সুখে দুখে একে অপরের ভাগীদার। আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবগুলোতে আমরা শুধু শুভেচ্ছা নয়, সবার সঙ্গে আনন্দও ভাগাভাগি করি।’
দূর্গার আর্বিভাবের সূচনা লগ্নের কথা উল্লেখ করে হানিফ বলেন, ‘মর্তে যখন চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল, চরম নৈরাজ্যের মধ্যে নিমজ্জ্বিত ছিল জাতি। তখন দূর্গার আর্বিভাব হয়েছিল অশুর শক্তিকে বিনাশ করতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে জগতে এসে শান্তি স্থাপন করেছিল।’
মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডিএন চ্যাট্যার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল।