ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা শাহবাগ ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের হাতে হাতে ভুভুজেলা বাঁশি ও প্রধানমন্ত্রীর ছবিযুক্ত প্লেকার্ড ছিল।
আনন্দ মিছিলে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাবি ও ঢাকার আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন ছিল। এজন্য গতকাল আনন্দ মিছিল করার কথা থাকলেও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে ২৮ সেপ্টেম্বরের অনুষ্ঠান স্থগিত করা হয়। ঘোষণা অনুযায়ী ২৯ সেপ্টেম্বর আনন্দ মিছিল বের করার নতুন তারিখ নির্ধারণ করা হয়।