স্পোর্টস ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোচট খেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। ম্যাচে দু’বার এগিয়ে থেকেও হতাশা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে খেলার ১৭ মিনিটেই দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেয়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
তবে ৪৩ মিনিটেই গোল পরিশোধ করে দেয় বরুশিয়া ডর্টমুন্ড। পেরি এমেরিকের গোলে ম্যাচে সমতা পায় স্বাগতিকরা। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ করায় ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু গোলের দেখা পায় রিয়ালই। ৬৮ মিনিটে রাফায়েল ভারানি দলের পক্ষে দ্বিতীয় গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
২-১ গোলে লিড নিয়ে নিশ্চিত জয়ের পথেই এগিয়ে যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু ৮৭ মিনিটে ম্যাচে আবারো সমতা আনে বরুশিয়া ডর্টমুন্ড। আন্দ্রে শুরলেচারের গোলে ম্যাচে ২-২ সমতা পায় বরুশিয়া। শেষ পর্যন্ত ২-২ সমতাতেই শেষ হয় ম্যাচটি।
এই ড্র’র পরও ‘এফ’ গ্রুপে ২ খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো রিয়াল মাদ্রিদ। কারন গোল গড়ে তারা এগিয়ে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট বরুশিয়া ডর্টমুন্ডেরও। তারা রয়েছে দ্বিতীয়স্থানে।
দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে বড় দল হিসেবে ৪-০ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তারা হারিয়েছে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবকে।