ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
আগামীকাল ২১ সেপ্টেম্বর, বুধবার নিউইর্য়ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভাষণ দেবেন।
ভাষণটি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬.০ মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর এ ভাষণটিই ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিটে পূর্ব ঘোষণা দিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬.০ মেগাহার্জ, ক্ষুদ্র তরঙ্গ ৪৭৫০ কিলোহার্জ এবং অন্যান্য আঞ্চলিক কেন্দ্র স্ব স্ব মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে একযোগে পুনঃপ্রচার করবে।