স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): ভারতের বিপক্ষে চলমান সিরিজে চেন্নাইয়ের চতুর্থ ওয়ানডে ম্যাচে ২২তম সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ১১২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স । ফলে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান ডি ভিলিয়ার্স। তিনি পেছনে ফেলেছেন হাশিম আমলা ও হার্সেল গিবসকে। ২২টি করে সেঞ্চুরি রয়েছে আমলা ও গিবসের।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি (শীর্ষ পাঁচ) :
খেলোয়াড় নাম, ম্যাচ ,ইনিংস, রান, সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি
এবি ডি ভিলিয়ার্স ১৮৯ ১৮১ ৮১৩৪ ২২ ৪৬
হার্সেল গিবস ২৪৮ ২৪০ ৮০৯৪ ২১ ৩৭
হাশিম আমলা ১২৫ ১২২ ৫৯৮৫ ২১ ২৮
জক ক্যালিস ৩২৩ ৩০৯ ১১৫৫০ ১৭ ৮৬
গ্যারি কার্স্টেন ১৮৫ ১৮৫ ৬৭৯৮ ১৩ ৪৫
: ভারতের বিপক্ষে চলমান সিরিজে চেন্নাইয়ের চতুর্থ ওয়ানডে ম্যাচে ২২তম সেঞ্চুরির স্বাদ নিয়ে শেষ পর্যন্ত ১১২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ফলে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান ডি ভিলিয়ার্স। তিনি পেছনে ফেলেছেন হাশিম আমলা ও হার্সেল গিবসকে। ২২টি করে সেঞ্চুরি রয়েছে আমলা ও গিবসের।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি (শীর্ষ পাঁচ) :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি
এবি ডি ভিলিয়ার্স ১৮৯ ১৮১ ৮১৩৪ ২২ ৪৬
হার্সেল গিবস ২৪৮ ২৪০ ৮০৯৪ ২১ ৩৭
হাশিম আমলা ১২৫ ১২২ ৫৯৮৫ ২১ ২৮
জক ক্যালিস ৩২৩ ৩০৯ ১১৫৫০ ১৭ ৮৬
গ্যারি কার্স্টেন ১৮৫ ১৮৫ ৬৭৯৮ ১৩ ৪৫