স্পোর্টস ডেস্ক, ০৯ সেপ্টেম্বর, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): মহিলা এককে টেনিস র্যাংকিং-এর শীর্ষস্থানটি যেন নিজের করে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামনস। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর র্যাংকিং-এর শীর্ষস্থানটি দখল করেন তিনি। এরপর থেকে সেটি শক্তপোক্তভাবে নিজের দখলেই রেখেছিলেন সেরেনা। তবে এবার আর শীর্ষস্থানটি ধরে রাখতে পারছেন না সেরেনা।
গতরাতে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় শীর্ষস্থানটি হারাবে হবে সেরেনাকে। ইউএস ওপেন শেষে র্যাংকিং প্রকাশিত হবে। সেখানে সেরেনাকে সরিয়ে শীর্ষে উঠবেন দ্বিতীয় স্থানে থাকা জার্মানির অ্যাঞ্জেলিক কারবার।
তবে ২৫ বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েই শীর্ষস্থান হারাচ্ছেন সেরেনা। রেকর্ড টানা ১৮৭ সপ্তাহ র্যাংকিং-এর শীর্ষে ছিলেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা সেরেনা। ফলে ভেঙ্গে যায় জার্মানির স্টেফি গ্রাফের রেকর্ড। সেরেনার আগে ক্যারিয়ারে রেকর্ড টানা ১৮৬ সপ্তাহ র্যাংকিং-এর শীর্ষে ছিলেন গ্রাফ।
১৯৮৭ সালের ১৭ আগস্ট র্যাংকিং-এর শীর্ষে উঠেন গ্রাফ। এরপর শীর্ষস্থানটি দখলেই রেখেছিলেন তিনি। তবে ১৯৯১ সালের ১০ মার্চ শীর্ষস্থান হারান গ্রাফ।
গ্রাফ ও সেরেনার মতো দীর্ঘদিন র্যাংকিং-এর শীর্ষস্থানে থাকার অভিজ্ঞতা আছে যুক্তরাষ্ট্রের মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস ইভার্টের। নাভ্রাতিলোভা টানা ১৫৬ সপ্তাহ ও ইভার্ট টানা ১১৩ সপ্তাহ র্যাংকিং-এর শীর্ষে ছিলেন।
টানা র্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রাখা শীর্ষ চার খেলোয়াড় :
খেলোয়াড় শীর্ষস্থান পাওয়ার তারিখ শীর্ষস্থান হাতছাড়া করার তারিখ মোট সপ্তাহ
সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ফেব্রুয়ারি ১৮, ২০১৩ ুসেপ্টেম্বর ১১, ২০১৬ ১৮৭
স্টেফি গ্রাফ (জার্মানি) আগস্ট ১৭, ১৯৮৭ মার্চ ১০, ১৯৯১ ১৮৬
মার্টিনা নাভ্রাতিলোভা (যুক্তরাষ্ট্র) জুন ১৪, ১৯৮২ জুন ৯, ১৯৮৫ ১৫৬
ক্রিস ইভার্ট (যুক্তরাষ্ট্র) মে ১০, ১৯৭৬ জুলাই ৯, ১৯৭৮ ১১৩