স্পোর্টস ডেস্ক, ০৯ আগষ্ট, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): ডোপিং বিতর্কে র্জজরিত রুশ প্রমীলা সাঁতারু ইয়ুলিয়া ইফিমোভাকে টপকে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে স্বর্ণপদক জয় করলেন মার্কিন কিশোরী লিলি কিং।
সোমবার পদক জয়ের লড়াইয়ে নামার আগে মার্কিন কিংবদন্তী সাঁতারু মাইকেল ফেল্পসের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত মাদক গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে নিজের সমর্থন ব্যর্থ করেন তিনি। রুশ সাঁতারু ইফিমোভা ও সোমবার ২০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণপদক জয়ী প্রতিপক্ষ চীনের সাঁতারু সুন ইয়ংকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ডোপিংয়ে জড়িতদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিৎ।’
এর আগে ডোপিংয়ের অপরাধে দুইবার নিষিদ্ধ হওয়া ২৪ বছর বয়সী রুশ সাঁতারু ইফিমোভা আইনি লড়াইয়ে জয়ী হয়েই পুলে নেমেছিলেন এবং সামান্য ব্যবধানে স্বর্ণপদক না পেয়ে চোখের জলে সিক্ত হয়ে পুল থেকে বেরিয়ে যান।
রিও’র অলিম্পিক ইকুয়েটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কিং ১ মিনট ৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে শ্রেষ্ঠত্বের আসনটি দখল করেন। ১ মিনিট ৫.৫০ সেকেন্ড সময় নিয়ে ইফিমোভা রৌপ্য এবং ১ মিনিট ৫.৬৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন আরেক মার্কিন সাঁতারু কেতি মেইলি।
স্বর্ণ জয় করার পর কিং বলেন, এই ফলাফল প্রমাণ করেছে স্বচ্ছতার সঙ্গে লড়াইয়ের মাধ্যমে সেরার আসনে বসা যায়।