ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ জুলাই, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় সাত শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলের শহর আল-গান্ধুরে এই হামলা চালানো হয়। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। আইএস নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।
পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান জানান, ‘মধ্যরাতের পর আল-গান্ধুর শহরে আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন বেসামরিক লোক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’
মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবারের এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এতে বেসামরিক লোকের মৃত্যু হয়ে থাকতে পারে।
শহরটি মানবিজ থেকে ২৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি তুরস্ক ও জিহাদিদের ঘাঁটি রাকার মধ্যাঞ্চলে অবস্থিত কৌশলগত পথ।