ঢাকা, ১৫ অক্টোবর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্ণনের কার্যালয়ে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বানিজ্য সাময়িকী ‘দি ইমার্জিং মার্কেটস’ কর্তৃক ‘এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ২০১৫’ সম্মাননায় ভূষিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
গভর্নর ড. আতিউর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী। সেসময় ব্যাংকটির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।