ঢাকা, ১০ জুলাই, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): রবিবার বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল জঙ্গি দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব শহিদুল হক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
দুই দিনের সফরে রবিবার সকালে ঢাকায় আসেন নিশা দেশাই। তার সঙ্গে আছেন মার্কিন উপসহকারী সচিব সিং আনান্দ। পরে বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিশা দেশাই বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় লড়ছে। তাই জঙ্গি দমনে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।