ঢাকা, ০৪ জুলাই, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ সেগুনবাগিচার স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী ঈদ-উল-ফিতর জামাতে জঙ্গীবাদ ও সন্ত্রাস হত্যার বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে বয়ান প্রদান করুন।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, গণ বিচার আন্দোলনের সদস্য সচিব ওসমান আলী, যুগ্ম সম্পাদক কামাল পাশা চৌধুরী, শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম প্রমূখ। সভায়, সম্প্রতি গুলশানে সংঘটিত জঙ্গী হামলায় নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, ১২ জুলাই দুপুর ১২টায় সেগুনবাগিচায় স্বাধীনতা হলে সাংবাদিক সম্মেলন, ১৩ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন।