৬:০৪ অপরাহ্ণ - বৃহস্পতিবার, ২৭ জুন , ২০১৯
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / খেলাধুলা / ক্রিকেট / দ: আফ্রিকা কোচ রাসেল ডোমিঙ্গো সাম্প্রতিক ব্যর্থতার জন্য অধিক ক্রিকেট খেলাকে দায়ী করছেন

দ: আফ্রিকা কোচ রাসেল ডোমিঙ্গো সাম্প্রতিক ব্যর্থতার জন্য অধিক ক্রিকেট খেলাকে দায়ী করছেন

s. afrika cous   01.07.16স্পোর্টস ডেস্ক, ১ জুলাই, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য ক্রিকেটারদের অধিক ম্যাচ খেলাকেই দায়ী করছেন দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডোমিঙ্গো।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াসহ আয়োজিত ত্রিদেশীয় সিরিজে দলের হতাশাজনক পারফরমেন্সের পর দেশে ফিরে আত্মপক্ষ সমর্থন করে দলের কোচের দায়িত্ব ছাড়ার কোন পরিকল্পনা নেই বলেও জানান ডোমিঙ্গো।
ডোমিঙ্গো বলেন, ‘টিম ম্যানেজমেন্ট হিসেবে ভাল করার জন্য আমরা এখনো মোটিভেটেড এবং দলকে সামনে এগিয়ে নিতে পারব বলে আমরা এখনো বিশ্বাস করি।’ ‘আমরা একটা বিশ্ব ইভেন্ট না জেতা পর্যন্ত জনগণ সবসময়ই আমাদের প্রশ্ন করবে।’

ক্যারিবিয় সফরে পয়েন্ট তালিকার নিচে থেকে সফর শেষ করে। সফরে বাজে ফলের জন্য দলের মুল খেলোয়াড়দের ধারাবাহিক খারাপ করাটাই দায়ী মনে হলেও নিজ শিষ্যদের প্রতি আঙ্গুল দাগাচ্ছেন না ডোমিঙ্গো।

ডোমিঙ্গো বলেন, ‘খারাপ পারফরমেন্সের জন্য খেলোয়াড়দেরকে দায়ী করা কোচ আমি নই। আমি খেলোয়াড়দেরকে ছোট করতে চাইনা। তাদের কাছ থেকে আশানুরুপ ফল হয়নি।’

প্রোটিয়াদের আসন্ন ছুটি যা কিনা দলের তারকা খেলোয়াড়দের জন্য ছিল আদর্শ বিশ্রামের সময় হলেও দলের বেশিরভাগ খেলোয়াড়ই কোচের সঙ্গে দেশে ফেরেননি। এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, মরনে মরকেল এবং ফাফ ডু প্লেসিসরা ওয়েস্ট ইন্ডিজেই থেকে গেছেন- ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ(সিপিএল) খেলার জন্য। বাকি অনেকে সরাসরি ইংল্যান্ড গেছেন কাউন্টি খেলতে।

ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, টি-২০ বিশ্বকাপ, আইপিএল এবং সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজসহ মোট আট মাসের মৌসুম শেষ করল প্রোটিয়ারা। তাই খেলোয়াড়দের কাজের বোঝাটাকে(ওয়ার্কলোড) বড় করে দেখছেন ডোমিঙ্গো।

কারণ ব্যাখ্যা করে প্রোটিয়া কোচ বলেন,‘আপনি যখন এত দীর্ঘ সময় ধরে এত বেশি পরিমান ক্রিকেট খেরবেন তখন ধারাবাহিকতার মান বজায় রাখাটা বেশ কঠিন।’

‘ভিন্ন দশটা দলের হয়ে দশ মাস আপনি শতভাগ দিতে পারবেন না। আমাদের শীর্ষ অনেক খেলোয়াড় অনেক বেশি ক্রিকেট খেলছে বলেই এমন হার, এটাই দলের খারাপ দিক।’

সম্প্রতি ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ওয়ার্কলোডের বিষয়টি নজওে এসেছে এবং দলের নেতৃত্ব দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে দলের কোচিং স্টাফ তাৎক্ষনিকভাবে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। দলের সহকারী কোচ আদ্রিয়ান বিরেল বলেন,‘ওয়ানডে দলের নেতৃত্ব দেয়ার জন্য নি:সন্দেহে এবি আমাদের জন্য সঠিক ব্যক্তি। দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের পুর্ন সমর্থন তার প্রতি রয়েছে।

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দেশের শান্তি ও অগ্রগতি …

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে এখানে পবিত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents